20 C
Dhaka
Friday, January 16, 2026

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে সফল হওয়ায় এবার দীর্ঘমেয়াদে তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ মে) আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানেই টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে লিটনের নাম নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, “এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত লিটন কুমার দাসই আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক থাকবেন।”

লিটনের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগাররা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল, যা তার নেতৃত্বগুণের প্রতি আস্থাকে আরও দৃঢ় করে।

সাময়িকভাবে লিটনের ডেপুটি হিসেবে আছেন শেখ মেহেদী হাসান। তাকে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৭ ম্যাচের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে আরও কয়েকজন ক্রিকেটারকে সহ-অধিনায়ক হিসেবে পরখ করে দেখা হবে।

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ