20 C
Dhaka
Friday, January 16, 2026

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি

advertisment
- Advertisement -spot_img

স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও, নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন কোহলি। রোহিত শর্মার পথ অনুসরণ করেই সাদা পোশাকের ক্রিকেটে ইতি টানলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।

আজ (সোমবার) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান কোহলি। পোস্টে তিনি লেখেন, “১৪ বছর আগে প্রথমবার টেস্ট ক্যাপে মাথায় দিয়েছিলাম। জানতাম না এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু এই পথ চলা আমাকে গড়েছে, শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। এই শিক্ষা সারাজীবন সঙ্গে থাকবে।”

তিনি আরও বলেন, “সাদা পোশাকে খেলার অনুভূতি ভিন্ন। টেস্ট ম্যাচের পরিবেশ, ধৈর্যের পরীক্ষা এবং ছোট ছোট মুহূর্ত—সবকিছু আমার জীবনের অংশ হয়ে থাকবে।”

টেস্টে কোহলির পরিসংখ্যানও দারুণ সমৃদ্ধ। ১২৩টি ম্যাচে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি, গড় ৪৬.৮৫। আছে ৩০টি শতক এবং ৩১টি অর্ধশতক।

বোর্ডের পক্ষ থেকে কোহলিকে ইংল্যান্ড সফরের আগে অন্তত এই সিরিজ পর্যন্ত টেস্টে থেকে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু রোহিত শর্মার বিদায়ের পর টিম ম্যানেজমেন্ট যে অভিজ্ঞতার ঘাটতির শঙ্কা করছিল, তা সত্ত্বেও কোহলি নিজ সিদ্ধান্তে অনড় থাকেন।

রোহিত শর্মা গত সপ্তাহেই আইপিএলের মধ্যেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি ও রোহিত দুজনেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকেও বিদায় জানান। এখন তারা কেবল ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে মাঠে নামবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ