নতুন মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার কথা ছিল জাবি আলোনসোর। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চলছিল কেবল। কিন্তু প্রত্যাশিত এই ঘটনাকেই নাটকীয় মোড় দিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম নয়, বরং ক্লাব বিশ্বকাপ থেকেই লস ব্লাঙ্কোসদের ডাগআউটে দেখা যাবে সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারকে।
জাবি আলোনসোকে তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কাই ইতালিয়ার সাংবাদিক ও দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত “হিয়ার উই গো” বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, মাদ্রিদভিত্তিক একাধিক গণমাধ্যমও খবরটির সত্যতা নিশ্চিত করেছে।
নতুন মৌসুম সামনে রেখে রিয়াল মাদ্রিদ বেশ ব্যস্ত সময় পার করছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে লিভারপুল থেকে দলে টানার পর এবার দ্বিতীয় বড় সংযোজন হিসেবে এলেন জাবি আলোনসো।
আলোনসোর কোচ হওয়া আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিল। তবে ক্লাব বিশ্বকাপ থেকেই তাকে ডাগআউটে পাওয়া যাবে কি না, সেটাই ছিল প্রশ্ন। গুঞ্জন ছিল, বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচের দিকেই ঝুঁকবে রিয়াল। এমনকি আনচেলত্তিকে আরও কিছুদিন রাখার কথাও ভাবা হচ্ছিল।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে গেছে। খুব শিগগিরই আনচেলত্তিকে বিদায় জানাবে রিয়াল মাদ্রিদ, আর ক্লাবটির হাল ধরবেন জাবি আলোনসো। সহকারী কোচ ও চুক্তির বিস্তারিতসহ সবকিছুই ইতোমধ্যে চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা—ঘরের ছেলে আলোনসোকে নতুন ভূমিকায় বরণ করে নেওয়ার।
খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলেছেন আলোনসো। কোচিং ক্যারিয়ার শুরু করেছেন বায়ার লেভারকুসেনে। সেখানে গত মৌসুমে অপরাজিত থেকে দলকে এনে দিয়েছেন জার্মান লিগ (বুন্দেসলিগা) ও ডিএফবি পোকাল শিরোপা। যদিও ইউরোপা লিগ ফাইনালে হেরেছেন।
আড়াই বছরের সফল লেভারকুসেন অধ্যায় শেষ করে এবার ঘরের ক্লাবে ফিরলেন আলোনসো—তবে এবার একজন কোচ হিসেবে।


