20 C
Dhaka
Friday, January 16, 2026

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সব তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একটি গোল করার পাশাপাশি আরেকটির অ্যাসিস্ট দেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া কর্নার থেকে আশিকুর রহমান দুর্দান্ত হেডে গোল করেন। ফয়সাল নিখুঁতভাবে বলটি বাড়িয়েছিলেন, আর আশিকুর দক্ষতার সঙ্গে ফিনিশিং করেন।

সাত মিনিট পর অধিনায়ক নিজেই গোল করেন। বক্সের মধ্যে মানিকের পাস থেকে ফয়সাল দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে লিড ২-০ করেন।

৮৬ মিনিটে নেপাল একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে তারা বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে নেপালের একজন ফরোয়ার্ড বলটি তার পাশ দিয়ে জালে পাঠান। রেফারি অতিরিক্ত সাত মিনিট ইনজুরি সময় দেন, তবে নেপাল আর সমতায় ফিরতে পারেনি। বাংলাদেশ সতর্কতার সঙ্গে বাকি সময়টা খেলে জয় নিশ্চিত করে।

প্রথমার্ধে বাংলাদেশ প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি। নেপাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত। ৩০ মিনিটে তাদের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফিরে আসে। গোলরক্ষক মাহিন প্রথমার্ধে একাধিকবার পরীক্ষার মুখোমুখি হন। নেপাল বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ