16 C
Dhaka
Saturday, January 17, 2026

রাষ্ট্রমালিকানাধীন ১০ ব্যাংকে এমডি নিয়োগ চূড়ান্ত

advertisment
- Advertisement -spot_img

সরকার রাষ্ট্রায়ত্ত ১০টি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংকে চুক্তিভিত্তিক নতুন এমডি ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকেও নতুন এমডি নিয়োগ করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও পদে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম, এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন, বেসিক ব্যাংকের এমডি ও সিইও হিসেবে সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানু, এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলী নিয়োগ পেয়েছেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকার রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকে এমডি ও সিইওদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে। এ ব্যাংকগুলোর এমডি ও সিইওদের শেখ হাসিনা সরকারের সময় তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ