20 C
Dhaka
Thursday, January 15, 2026

রমজানে খাদ্যপণ্যের মজুত করলে কঠোর ব্যবস্থা নিবে সরকার: অর্থ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “খাদ্যের সরবরাহ থাকলেও অনেক সময় তা ভোক্তার কাছে পৌঁছায় না। গুদামে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়। রমজান মাসে এসব কারসাজি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।”

ড. সালেহউদ্দিন জানান, বৈঠকে চাল, সার, সারের গুদাম নির্মাণ এবং রাস্তাঘাট ও ব্রিজের উন্নয়নসহ বিভিন্ন প্রয়োজনীয় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই প্রকল্পগুলো কোনো মেগা প্রকল্প নয়। বরং এগুলো খুবই প্রয়োজনীয় অবকাঠামো, যা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে খাদ্য পরিস্থিতি ভালো রয়েছে। কিছু পণ্যের দাম বাড়লেও কিছু পণ্যের দাম কমেছে। সামগ্রিকভাবে দাম সহনীয় পর্যায়ে আছে বলে আমাদের পরিসংখ্যান বলছে।”

রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিশেষ সেলস সেন্টার চালু করেছি, যাতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে কোনো অসুবিধা না হয়। ডিসি সম্মেলনেও বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।”

অর্থ উপদেষ্টা বলেন, “রমজানে ভোগ্যপণ্যের বাজারে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না। আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ