18 C
Dhaka
Thursday, January 15, 2026

এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার ফ্রিজ

advertisment
- Advertisement -spot_img

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন। এই আদেশটি দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালত শুনানির পর এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক শেয়ার অবরুদ্ধ করার জন্য আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা নানা ধরনের অবৈধভাবে ঋণ নিয়ে এবং বিভিন্ন ব্যাংক থেকে বিধিবহির্ভূতভাবে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তারা দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন, যা তাদের নামে রেকর্ড করা হয়েছে।

এছাড়া, অনুসন্ধানকালে জানা যায় যে সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। এজন্য তাদের সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হওয়ার আগে তা উদ্ধার করার জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মামলায় অনুসন্ধান শেষ হওয়ার পরে মামলার চার্জশিট দাখিল ও বিচার শেষে সরকারের পক্ষ থেকে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুবিধার্থে শেয়ারগুলো এবং তার থেকে উদ্ভূত সব মুনাফা/আয়ের ওপর এই অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ