20 C
Dhaka
Thursday, January 15, 2026

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) শনিবার (১ মার্চ) শহীদ তাজুল দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব সামনে এক সমাবেশে গার্মেন্টসসহ সব কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে। তারা ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের এবং ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের শ্রমিকরা ও নিম্ন আয়ের মানুষ চরম সংকটের মধ্যে দিনযাপন করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সরকারকে ২০ রোজার মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, খুন-ধর্ষণ-চাকরিচ্যুতি বন্ধ করা এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। তারা ৬ মাস প্রসূতিকল্যাণ সুবিধা আইন প্রণয়ন করারও দাবি জানান।

এছাড়া, বক্তারা আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ কার্যকর এবং ১০২, ১৮৯ ও ১৯০ কনভেনশনের জন্য বাংলাদেশের স্বাক্ষর প্রয়োজন বলে উল্লেখ করেন।

সমাবেশে টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম সভাপতিত্ব করেন এবং টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা ঘোষণাপত্র পাঠ করেন। এছাড়াও বক্তব্য রাখেন টিইউসির অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, এবং কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ