20 C
Dhaka
Thursday, January 15, 2026

সয়াবিন তেলের সরবরাহ নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

আগামী দুই-এক দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সয়াবিন তেলের ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। তবে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে, যা শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।”

তেলের দামবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “সয়াবিন তেল কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, তবে পামওয়েল তেল সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা কমে পাওয়া যাচ্ছে। দেশে মোট ভোজ্যতেলের ৬০ শতাংশই পামওয়েল। বাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা থাকলেও আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।”

এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, “পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে রমজান মাসজুড়ে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ চারটি বাজারে অভিযান পরিচালিত হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এবং বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ