18 C
Dhaka
Thursday, January 15, 2026

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন ননবাসমতি চাল আমদানি হচ্ছে

advertisment
- Advertisement -spot_img

দেশের খাদ্য মজুত বাড়াতে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন ননবাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় কমিটির অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স পাত্তাভি অ্যাগ্রো ফুডস লি. এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৯.৫৫ মার্কিন ডলার, ফলে ৫০ হাজার মেট্রিক টন চালের মোট ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

এছাড়া, সভায় মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা।

এছাড়াও, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের মাধ্যমে পৃথক দুটি প্রস্তাবের মাধ্যমে এই এলএনজি সংগ্রহ করা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ