20 C
Dhaka
Thursday, January 15, 2026

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক, নেপালে পাঠানো হয়েছে আলু

advertisment
- Advertisement -spot_img

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পরও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য চলাচল অব্যাহত রয়েছে। নেপালে ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে, যা গত কয়েকদিনের ধারাবাহিকতার অংশ হিসেবে পাঠানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার পরও পণ্য চলাচলে কোনো বাধা আসেনি। বন্দরটি দিয়ে ভারতে পাথর, আখের চিটাগুড়, আতপ চাল এবং নেপালে আলু, টিস্যু পেপার, পটেটোসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।

এদিকে, ভারতের শুল্কনীতি পরিবর্তন হলেও বাংলাবান্ধা বন্দর থেকে ভুটান, নেপাল ও ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম আগের মতো চলছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ