বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে বেকার ভাতা চালু করা হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে কেউ আর বেকার থাকবে না।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ করা হবে। বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবে বিএনপি।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রম ও কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ জনগণের নেতা হয়ে উঠেছিলেন— সেজন্যই বিএনপি গণমানুষের দল হিসেবে পরিচিত।
জিয়াউর রহমানের আমলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের প্রসার এবং পরবর্তীতে খালেদা জিয়ার সময় আবারও সেই বাজার পুনরুদ্ধারের বিষয়ও তিনি উল্লেখ করেন।
খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ স্মরণ করে এ্যানি বলেন,
“আজকের আপসহীন নেত্রী বেগম জিয়া হঠাৎ করে তৈরি হননি; তার পেছনে রয়েছে নির্যাতন, মামলা, হামলা এবং দীর্ঘ কারাজীবন।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
“তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন— এটাই জাতির প্রত্যাশা,” মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা বলেন,
“বেগম জিয়ার জীবিত থাকা মানে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী থাকা। তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের সাহস।”
এ্যানি আরও বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নারীদের কাছে যেতে হবে, কারণ বর্তমান প্রজন্মের নারীরাই দেশের নেতৃত্ব দিচ্ছেন। বাসায় বসে আয়ের সুযোগ বাড়ায় নারীদের আর্থিক ভূমিকা আগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরও নিশ্চিত করা হবে।


