24 C
Dhaka
Thursday, January 15, 2026

বিএনপি নেতার হুঁশিয়ারি: ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন

advertisment
- Advertisement -spot_img

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ফেসবুক লাইভে তিনি বলেন, ভোট দিলে বিএনপিকে দিতে হবে, না দিলে ঘরে শুয়ে থাকতে হবে—অন্যথায় জামায়াত-রাজাকারদের ভোট দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর এসব মন্তব্য করেন। প্রায় ১৩ মিনিটের লাইভ ভিডিওতে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভটি সরিয়ে ফেলেন। তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি তাদের হাতে এসেছে এবং এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিজ দলের নেতার এমন বক্তব্যের দায় নেয়নি বিএনপি। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাঁদের নজরে আসেনি। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে নড়িয়া পূর্ব শাখা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাসার ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে। এর উপযুক্ত জবাব জনগণই দেবে। বিষয়টি তারা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনের আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ডা. মাহমুদ হোসেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ