ChatGPT said:
নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নেতৃবৃন্দ।
শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে, তবে ‘শাপলা’ প্রতীককেই বেশি পছন্দ করছেন বলে জানান তিনি।
বাকি দুটি প্রতীকের বিষয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাকি দুই প্রতীক হলো ‘কলম’ ও ‘মোবাইল’। দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে দেখা গেছে, অধিকাংশই ‘শাপলা’ প্রতীকের পক্ষে, তাই এনসিপিও সেটিই চায়।
তিনি আরও বলেন, “সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে আমাদের দল।”
আবেদন দিতে দেরির বিষয়ে পাটওয়ারী জানান, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী দলগুলো ছলচাতুরী করে এনসিপিতে লোক ঢুকিয়ে দিয়ে পরে পদত্যাগ করিয়ে দিয়েছে।
জাতীয় নির্বাচনে জনগণ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করবে উল্লেখ করে তিনি বলেন, “আগামী সরকার গঠন করবে এনসিপি।”