সংবাদ:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ঘটনার দুদিন পর একটি ভিডিও প্রকাশ করে একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে।
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মোনায়েম মুন্না বলেন, “হত্যার ঘটনায় ভিডিওতে যাদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাদের নাম মামলায় নেই। অথচ যাদের নাম এসেছে তারা কেউ ভিডিওতে নেই। কেন এমনটা হলো তা বোধগম্য নয়। ভিডিওতে থাকা ব্যক্তিরা যুবদল কিংবা বিএনপির অঙ্গসংগঠনের সদস্য কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু যাদের নাম মামলায় এসেছে, শুধু তাদেরই বহিষ্কার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি কখনো দায় এড়ানোর রাজনীতি করে না। দেশে যেখানেই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। অথচ এক শ্রেণির লোক বিএনপির ওপর দায় চাপিয়ে দেশে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে।”
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এই বক্তব্য দিল যুবদল সভাপতি।