শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন সেখানে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাকে বলেন, ‘ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পারলে ছেড়ে দেব’।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে বলছেন, “সচিবালয় মানে সেক্রেটারিয়েট। ইংরেজিতে যদি এর বানান করতে পার, তাহলে ছেড়ে দেব।”
ওই শিক্ষার্থী তখন বলেন, ‘SECETARY’।
ডিসি মাসুদ তখন শুদ্ধ বানান ‘SECRETARIATE’ বলে শোনান। পরে বলেন, “তুমি তো সব উল্টা-পাল্টা করে ফেলছ। বানান করতে পারো না, তাহলে ছাড়ব কেমন করে?”
এরপর তিনি জিজ্ঞেস করেন, “তুমি কি পরীক্ষার্থী?”
শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
ডিসি মাসুদ তখন এইচএসসির পূর্ণরূপ জানতে চান।
শিক্ষার্থী প্রথমে বলেন, “হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট।”
তখন ডিসি মাসুদ বলেন, “সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এসএসসি।’’
এরপর শিক্ষার্থী সংশোধন করে বলেন, “হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।”
এই উত্তরের পর উপস্থিত পুলিশ সদস্যরা হেসে ওঠেন। শেষে ডিসি মাসুদ তাকে চলে যেতে বলেন।
এর আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন। তারা স্লোগান দেন—
‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ইত্যাদি।