24 C
Dhaka
Thursday, January 15, 2026

চাকসু নির্বাচন: সোহরাওয়ার্দী হলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে শিবির প্রার্থী

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী। একই হলে সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে আছেন শিবিরের প্রার্থী, আর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট, আর ছাত্রশিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১,৪৮৮ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১,৪০৪ ভোট, আর ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ৪৫৮ ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতেই ফলাফল ঘোষণা শুরু হয়। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে ক্যাম্পাসজুড়ে স্থাপিত ১৪টি এলইডি স্ক্রিনে।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ