24 C
Dhaka
Thursday, January 15, 2026

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় নয়, অধিভুক্ত কলেজ করার দাবি

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবের বিরোধিতা করে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কবি নজরুল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ সাতটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বহুদিন ধরে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা দিয়ে আসছে। এগুলো সংকুচিত করা হলে সাধারণ শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশাধিকার কমে যাবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি হবে বড় ধাক্কা।

তারা আরও বলেন, ইডেন ও বদরুন্নেসার মতো কলেজগুলো রক্ষণশীল পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার অন্যতম আশ্রয়স্থল। এ প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করা হলে নারীশিক্ষা ও ক্ষমতায়নে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে সংবিধানের ২৮(১), ২৮(২), ২৮(৪) অনুচ্ছেদ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG ৪.৩ ও ৪.৪)-এর পরিপন্থি হবে।

শিক্ষকরা সতর্ক করে বলেন, অধ্যাদেশ প্রণয়নের আগে অংশীজনের মতামত না নিলে বড় ধরনের শিক্ষার্থী আন্দোলন দেখা দিতে পারে। ইডেন কলেজের সাম্প্রতিক আন্দোলন তারই ইঙ্গিত বহন করে।

মানববন্ধনে রংপুরের কারমাইকেল কলেজের উদাহরণ টেনে বলা হয়, সেখানেও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ আন্দোলনের মুখে বন্ধ হয়। পরে আলাদাভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, আর কারমাইকেল কলেজ কলেজ হিসেবেই থেকে যায়।

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম লিখিত বক্তব্যে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাত কলেজকে অব্যাহতি দেওয়ার পর নতুন একটি বিশ্ববিদ্যালয় চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু সম্প্রতি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন কাঠামোর খবর প্রকাশিত হওয়ায় শিক্ষক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে কলেজগুলোর সক্ষমতা কমে যাবে এবং শতবর্ষের ঐতিহ্য ক্ষুণ্ন হবে।

তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০১০-এ কলেজগুলোর অবকাঠামো উন্নয়ন, গ্রন্থাগার ও ল্যাব সম্প্রসারণের কথা থাকলেও উল্টোভাবে এসব প্রতিষ্ঠানকে সংকুচিত করার চেষ্টা চলছে।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়— সাত কলেজকে বিদ্যমান অবকাঠামো ও মানবসম্পদ কাজে লাগিয়ে কলেজিয়েট বা অধিভুক্ত কাঠামোয় পরিচালনা করতে হবে। পাঠদান ও প্রশাসনের দায়িত্ব শিক্ষা ক্যাডারের অধীনে রাখতে হবে। পাশাপাশি শিক্ষক নিয়োগ, গবেষণা বাজেট, ল্যাব ও লাইব্রেরি সুবিধা বৃদ্ধি, আবাসন সংকট নিরসন ও বৃত্তি সুবিধা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। ইউজিসি প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ