24 C
Dhaka
Thursday, January 15, 2026

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি অর্থ মন্ত্রণালয়ের

advertisment
- Advertisement -spot_img

টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই ধাপে এ ভাতা বাড়িয়ে মোট ১৫ শতাংশ নির্ধারণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

প্রথম ধাপে আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেন,

“শিক্ষকদের দাবি অনুযায়ী ১৫ শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার, তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আরও সচেষ্ট থাকা দরকার।”

অর্থ বিভাগের অনুমোদনপত্রে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।


যেসব শর্তে বাড়তি বাড়িভাড়া পাবেন শিক্ষকরা:

১. পরবর্তী বেতনস্কেলে এই অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে।
২. এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাদি পালন করতে হবে।
৩. বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য দাবি করা যাবে না
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে পালন করতে হবে
৫. ভাতা প্রদানে কোনো অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন
৬. প্রশাসনিক মন্ত্রণালয়কে জিও (সরকারি আদেশ) জারি করে চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে


এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষকদের আন্দোলন অবসানের পথ খুলে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ