তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীতে পুলিশি বাধার মুখে পড়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং পদযাত্রা ভেঙে যায়।
প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ জানান, পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
এর আগে সকালে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আন্দোলনকারীরা জানান, সমমানের যোগ্যতাসম্পন্ন সরকারি কর্মকর্তা যেমন উপপরিদর্শক (এসআই), নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ইতোমধ্যেই দশম গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে রয়েছেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিক্ষক ইয়াছিন মিয়া বলেন, “সরকারি গাড়িচালকরা পান ১২তম গ্রেডে বেতন, অথচ শিক্ষকরা ১৩তম গ্রেডে। দেশে শিক্ষকদের এই অবমূল্যায়ন অগ্রহণযোগ্য।”
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও সরকারের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। গত ৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, কিন্তু তা বাস্তবায়ন না করে নবগঠিত পে-কমিশনে পাঠানো হয়। দুই মাসেও সিদ্ধান্ত না আসায় শিক্ষক নেতারা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন, তবে কমিশন জানায় গ্রেড পরিবর্তনের এখতিয়ার তাদের নয়।
এ অবস্থায় শিক্ষকরা আবারও পুরোনো দাবি সামনে এনে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচি পরিচালনা করছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️⃣ ১০ম গ্রেডে বেতন নির্ধারণ
২️⃣ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।


