দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেছে। গত ৪ ডিসেম্বর তার অভিনীত সিনেমা পুষ্পা ২-এর প্রিমিয়ারে ভিড়ের চাপে একজন নারী মারা যান এবং তার আট বছরের ছেলে গুরুতর আহত হন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং গাফিলতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ সময় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রচণ্ড ভিড়ের কারণে প্রেক্ষাগৃহের মূল ফটক ভেঙে যায় এবং পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। তার ছেলে শ্রীতেজ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, অভিনেতার উপস্থিতি সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। ফলে ভিড় সামাল দিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যথাযথ ব্যবস্থার অভাব ছিল এবং এ জন্য আল্লু অর্জুন ও তার টিমকে দায়ী করা হচ্ছে।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ পুলিশ সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ ও আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পদপিষ্টের ঘটনা ঘিরে আল্লু অর্জুনের টিমের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। প্রেক্ষাগৃহে তার উপস্থিতির বিষয়টি আগে থেকে জানালে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন অনেকেই।