24 C
Dhaka
Thursday, January 15, 2026

নারী নির্যাতন মামলায় কারাগারে গায়ক নোবেল

advertisment
- Advertisement -spot_img

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। আজ মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ডিএমপি।

ক্ষুদে বার্তায় বলা হয়, ডেমরা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর মাঝে মধ্যে তাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো।

২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে। একপর্যায়ে বাসার স্টুডিও দেখানোর কথা বলে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটকে রাখা হয়।

ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে এবং নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে। এরপর ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এভাবে মে মাসের ১৯ তারিখ ২০২৫ পর্যন্ত ভুক্তভোগীকে আটকে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালেও নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। সেবার প্রতারণার অভিযোগে করা এক মামলায় গ্রেফতার হন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ