দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন একগুচ্ছ জনপ্রিয় সিনেমা ও নাটক। তবে সম্প্রতি তার নাম একটি হত্যাচেষ্টা মামলায় জড়ানোয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই গুণী অভিনেতা। জানা গেছে, গ্রেপ্তার আতঙ্কে তিনি তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন।
গত ২৮ এপ্রিল ঢাকার ভাটারা থানা এলাকার এনামুল হক নামের একজন ব্যক্তি চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। এরপর থেকেই মামলাটিকে কেন্দ্র করে নাম উঠে আসে চঞ্চল চৌধুরীর।
এই মামলার জেরে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২০ মে) জামিনে মুক্তি পান তিনি। মামলায় চঞ্চলের নামও থাকায় গ্রেপ্তারের আশঙ্কায় তিনি ভারত সফর বাতিল করেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ভারতের ‘নিউজ ১৮’ এবং ‘টিভি নাইন বাংলা’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, রোববার কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানে যাননি চঞ্চল। এমনকি তাকে ফোনে পাওয়া যায়নি বলেও জানানো হয়।
তবে কিছু প্রতিবেদনে চঞ্চলের ভারত সফর বাতিলের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও, নুসরাত ফারিয়ার ঘটনার পর অনেকেই মনে করছেন, এটি নিরাপত্তা জনিত সিদ্ধান্ত।
উল্লেখ্য, বাংলাদেশে যেমন, তেমনি পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত ‘হাওয়া’, ‘তুফান’, এবং সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি।


