24 C
Dhaka
Thursday, January 15, 2026

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

advertisment
- Advertisement -spot_img

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

ইমরান খানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ আইন অনুযায়ী হয়ে থাকে। এখন কোনো সাক্ষাৎ নেই—সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।” তিনি আরও হুঁশিয়ার করে বলেন, কেউ জোর করে সাক্ষাৎ করতে চাইলে বা এ নিয়ে আন্দোলন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ এবং জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ বলে মন্তব্য করেন। ওই মন্তব্যের পরই সরকারের এই কঠোর সিদ্ধান্ত আসে।

পর্যবেক্ষকদের মতে, চাপ বাড়ছে ইমরানের ওপর

দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের কর্মকাণ্ডে ইমরান “ক্ষুব্ধ”।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সীমিত ছিল, যা নিয়ে পিটিআই সমর্থকদের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভের আহ্বান তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে কেবল তার বোনকেই সাক্ষাৎ করতে দেওয়া হয়।

সূত্র: জিও টিভি

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ