ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে মসজিদের নাম ‘বাবরি’ রাখাকে ঘিরে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার (৬ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা মসজিদ বানাবেন—এতে কোনও আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন?
বাবরি নাম নিয়ে আপত্তি জানিয়ে তিনি আরও বলেন, মোগল-পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা-বোনেদের ইজ্জত লুটেছে। অতএব ‘বাবরি’ নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত। এই নামকরণকে কেউ সমর্থন করে না।
এদিকে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য প্রশাসন নিরাপত্তার বিষয়ে ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


