32.3 C
Dhaka
Wednesday, July 23, 2025

‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

advertisment
- Advertisement -spot_img

পতিত স্বৈরাচার ও তার দোসররা নানা ইস্যুতে উদ্ভূত আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিয়ে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে— এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নুর লিখেছেন, “গণ-অভ্যুত্থানের শরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যৌক্তিক ইস্যুতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ-আন্দোলন হওয়া উচিত এবং তা হবেও, তবে যেকোনো ঘটনার অতিরিক্ত বা অতিরঞ্জনে খেয়াল রাখা দরকার।”

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের অংশীজনদের মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। তাদের হাতে রয়েছে ১৬ বছরের লুটপাট এবং বৈধ-অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থসম্পদ। রয়েছে প্রতিবেশী ও দেশি-বিদেশি কিছু ফ্যাসিবাদপন্থী গোষ্ঠীর সহায়তাও।”

পোস্টের শেষে নুর সকলের জন্য দোয়া চেয়ে লেখেন, “হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করুন, বাংলাদেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ