অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “রাসুল (সাঃ)-এর আদর্শ গ্রহণের মাধ্যমেই আলোকিত জীবন গড়া সম্ভব।”
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি ঢাকা কলেজের ৫০ জন দারিদ্র্য শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদানের ঘোষণা দেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমরা যদি রাসুল (সাঃ)-এর আদর্শ ধারণ করতে পারি তবে আমাদের অন্তরের অন্ধকার দূর হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ঘরে রাসূল (সাঃ)-এর সিরাত সম্পর্কিত কোনো বই নেই।”
তিনি আরও বলেন, রাসুল (সাঃ) জীবনে কখনো স্ত্রী, সন্তান কিংবা দাস-দাসীর ওপর হাত তোলেননি। তিনি নারীদের মর্যাদা দিয়েছেন, অথচ আধুনিক যুগে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।
ধর্ম উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, রাসুল (সাঃ)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করতে হবে।


