আসন্ন দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। বিষয়টি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফেসবুক পোস্টে নোয়াখালী এক্সপ্রেস মজার ছলে লিখেছে, “ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।” পলাশের জনপ্রিয় সংলাপকে ঘিরেই পোস্টটি মুহূর্তে আলোচনায় আসে।
২৬ ডিসেম্বর প্রথম ম্যাচ
এবারের বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেটে। একই দিনে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নোয়াখালী এক্সপ্রেস।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী ও মোহাম্মদ নবী।
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে নিজেদের শক্তি ও পরিচিতি বাড়াতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় মুখ পলাশকে যুক্ত করা দলটির জন্য বড় সুবিধা হবে বলেই মনে করছেন সমর্থকেরা।


