24 C
Dhaka
Thursday, January 15, 2026

ভারতে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

ভারতে নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভারত যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, তারা একটি পুরো ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করবে—এ বিষয়ে আমরা কীভাবে আশ্বস্ত হব? এ অবস্থায় বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে চায়।

তিনি আরও জানান, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ