বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধের লক্ষ্যে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছর ধরে বারবার ইন্টারনেট বন্ধ করেছে। সরকারবিরোধী আন্দোলন দমন করতেই তারা এই পদ্ধতি ব্যবহার করেছে, যা লাখো ফ্রিল্যান্সার, বিপিও প্রতিষ্ঠান ও কল সেন্টারগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।”
প্রেস সচিব আরও বলেন, “স্টারলিংক বাংলাদেশে কার্যকর হলে কোনো সরকার আর ইন্টারনেট পুরোপুরি বন্ধ করতে পারবে না। এটি দেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের জন্য একটি বড় স্বস্তি হবে।”
স্টারলিংক হলো মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা।
সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে স্টারলিংক সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং মাস্ক বাংলাদেশ সফরের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, “আমি এর অপেক্ষায় আছি।”
এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থার এক নতুন যুগের সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
সুত্রা২৪


