20 C
Dhaka
Thursday, January 15, 2026

আওয়ামী লীগ, জাপা ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

advertisment
- Advertisement -spot_img

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা দলে যোগদান করেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং এনসিপির উপজেলা কমিটির সদস্য লিটন বিশ্বাস।

নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন,
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, আওয়ামী লীগ থেকে যোগ দেওয়া মো. সাইফুল ইসলাম এবং জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মো. আলাউদ্দিন।

যোগদানের বিষয়ে পৌর জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন,
‘বিএনপি এ দেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।’

অন্যদিকে মো. সাইফুল ইসলাম বলেন,
‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মিথিলা রোয়াজা বলেন,
‘যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে দু-একজন ছাড়া বাকিরা আমাদের কাছে পরিচিত নন। তাদের যোগদানে দলের কার্যক্রম বা নির্বাচনী রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।’

একই মন্তব্য করেন খাগড়াছড়ি জেলা এনসিপির সদস্যসচিব সুবোধ বিকাশ চাকমা। তিনি বলেন,
‘আমাদের দল থেকে যারা যোগ দিয়েছেন, তারা সক্রিয় সদস্য নন। এমনকি তাদের অনেককেই আমরা চিনি না।’

আওয়ামী লীগ থেকে যোগদানের বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন,
‘যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তারা কারও ক্ষতি করেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের যোগদানকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছি।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ