24.9 C
Dhaka
Saturday, April 19, 2025

বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩১০০ কোটি টাকার প্রস্তাব এসেছে: আশিক চৌধুরী

advertisment
- Advertisement -spot_img

সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেন।

তিনি আরও জানান, আরও বিনিয়োগ প্রস্তাব বর্তমানে পাইপলাইনে রয়েছে এবং সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে, পার্টনার হিসেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছে, ফলে সম্মেলনের মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকা।

আশিক চৌধুরী বলেন, সম্মেলনের খরচের ভিত্তিতে তার সফলতা মূল্যায়ন করা যাবে না। এটি চলমান আলোচনার ফলস্বরূপ এসেছে এবং বিনিয়োগের ঘোষণাটি তৎকালীন সম্মেলনের কোনো সাফল্য নয়।

এছাড়া, সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান, দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ