24.9 C
Dhaka
Saturday, April 19, 2025

‘রাষ্ট্র ২৪-এর শহীদদের প্রতি উদাসীন’—মানববন্ধনে ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ২০২৪ সালের গণঅভ্যুত্থনে শহীদদের প্রতি রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “এই রাষ্ট্র ২৪-এর শহীদদের প্রতি সম্পূর্ণ উদাসীন। বরিশালের শহীদদের দাফনের সময় অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়ন হয়নি।”

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বাংলাদেশের প্রতিটি শহীদের রক্তের মূল্য এক। ঢাকার হোক, চট্টগ্রামের হোক কিংবা বরিশালের—সবার ত্যাগের প্রতি সমান শ্রদ্ধা দেখানো উচিত। আমি নিজে বরিশালের কয়েকজন শহীদের কবর জিয়ারত করেছি। কিন্তু দেখতে পেলাম, রাষ্ট্র বা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি যত্ন বা সম্মান জানানো হয়নি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিই গণঅভ্যুত্থানের চেতনাকে সম্মান করে, তাহলে শহীদ পরিবারগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এদের জীবন-জীবিকা, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা দিতে হবে।”

মানববন্ধনে বরিশাল বিভাগ ও ভোলা জেলায় উন্নয়ন কার্যক্রম জোরদারের দাবি জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা শুধু ক্ষমতার লিপ্সা নয়, এটি হল দেশের প্রতিটি অঞ্চল এবং জনগণের ন্যায্যতা ও সমতা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ নোমান সভাপতিত্ব করেন এবং এবি পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক এম ডি কল্লোল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই মানববন্ধন থেকে রাষ্ট্রের প্রতি বার্তা যায়—শহীদদের ত্যাগ যেন ইতিহাসের পাতায় হারিয়ে না যায়, বরং তাদের স্মরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সরকার।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ