25.4 C
Dhaka
Saturday, April 19, 2025

মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

advertisment
- Advertisement -spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপকে ঘিরে উদ্ভূত চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ : চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, “এই প্রতিনিধি দলে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।”

তিনি জানান, প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ইউএসটিআর (United States Trade Representative) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এবং ট্যারিফ ও নন-ট্যারিফ কাঠামো পর্যালোচনা করে করণীয় চিহ্নিত করবে।

মূল বিষয়গুলো:

  • শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত থাকায়, এই সময়েই কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
  • যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য, ফলে বিষয়টি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
  • যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য ১ বিলিয়ন ডলারের বেশি শুল্ক পরিশোধ করে প্রবেশ করে, যা বাণিজ্য ভারসাম্যের জন্য চাপ সৃষ্টি করে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা শুল্ক কাঠামো সহজ করার পাশাপাশি পণ্যের মান ও গ্রহণযোগ্যতা বাড়াতে অবকাঠামোগত চিন্তা করছি। আলোচনার পর আমি নিজেও যুক্তরাষ্ট্র সফরে যাব এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রস্তাবনা তুলে ধরবো।”

তিনি আরও জানান, বর্তমান সরকার ফ্যাসিস্ট আমলের ভুল অর্থনীতির নীতি থেকে শিক্ষা নিয়ে, দেশের সক্ষমতা অনুযায়ী বাস্তবভিত্তিক পদক্ষেপ নিচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

[বিস্তারিত আসছে…]

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ