26.1 C
Dhaka
Saturday, April 19, 2025

তফসিলের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

advertisment
- Advertisement -spot_img

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ের মধ্যেই মুদ্রিত কর্মপরিকল্পনা (ওয়ার্কপ্ল্যান) প্রকাশ করতে চায় কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির।

কী বললেন কমিশনার:

  • ভোটার তালিকা হালনাগাদ, আরপিও ও আচরণবিধি সংস্কার, নীতিমালা ও সীমানা পুনর্নির্ধারণ— সব কাজই প্রায় শেষ পর্যায়ে।
  • তিনটি নতুন দল ইতোমধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে, যারা সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
  • নিবন্ধন প্রক্রিয়া শেষ করে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হতে পারে।
  • ২০ এপ্রিল পর্যন্ত দলগুলোর আবেদন নেওয়া হবে। সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, “সরকার ঘোষিত ডিসেম্বরের টাইমলাইন সামনে রেখে আমাদের যাবতীয় কাজ এগিয়ে চলেছে। জুন-জুলাইয়ের মধ্যে আমাদের ওয়ার্কপ্ল্যানের মুদ্রিত কপি জনসমক্ষে আসবে।”

এই উদ্যোগের মাধ্যমে ইসি চায় সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ