26.1 C
Dhaka
Saturday, April 19, 2025

বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে নিরাপদ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৫০ লাখ ইউরো (প্রায় ৬৯ কোটি টাকা) অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ ব্যয় হবে ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সহায়তা ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায়।

বুধবার (১৬ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউ’র অর্থায়নে ‘Strengthening Service Delivery Systems for Improved Migration Management and Sustainable Reintegration’ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হচ্ছে।

চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো। প্রকল্পটি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

প্রকল্পের মূল উদ্দেশ্য—

  • নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা
  • ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সহায়তা প্রদান
  • দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণ ব্যবস্থা গড়ে তোলা

এই প্রকল্পের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন সম্পর্কিত উদ্যোগগুলোও শক্তিশালী হবে।

আইওএম (International Organization for Migration) দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী নিরাপদ অভিবাসনের জন্য কাজ করে আসছে। ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই সংস্থা ২০৩০ সালের উন্নয়ন লক্ষ্য এবং গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমায়। অনিয়মিত অভিবাসনের ফলে অনেকেই শিকার হন মানবপাচার ও শোষণের। ইইউ’র এই সহায়তা অভিবাসন ব্যবস্থাপনায় একটি ইতিবাচক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিরাপদ অভিবাসন নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ