দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হলে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর সাহায্য নেওয়া হবে।
বুধবার (১৬ এপ্রিল) দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, টিউলিপের বিরুদ্ধে ওঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আদালতে হাজির হয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
কী অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে?
- ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে গুলশানে একটি সরকারি প্লট অনুমোদনে প্রভাব খাটান টিউলিপ সিদ্দিক। অভিযোগ রয়েছে, ওই অনুমোদনের বিনিময়ে তিনি একটি ফ্ল্যাট গ্রহণ করেন।
- ২০২২ সালে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দেও তিনি প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ, যেখানে তার মা শেখ রেহানা ও ভাইবোনের নামে ১০ কাঠা করে জমি বরাদ্দ নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
- আদালতে ২৭ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ থাকলেও যদি তিনি তা পালন না করেন, তখন আন্তর্জাতিক সহযোগিতার পথে হাঁটবে দুদক।
এছাড়া একইদিন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে সায়ান রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে ৮৭ কোটি টাকার জমি মাত্র ১ হাজার টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে হস্তান্তরের অভিযোগে মামলা করেছে দুদক।