বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার (৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।
বৈঠকে উভয়পক্ষ বৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতালিতে বাংলাদেশি প্রবাসীরা সফলভাবে সমাজে একীভূত হয়েছে এবং ইতালিয়ান সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, “আমরা আরও বাংলাদেশি অভিবাসী চাই, তবে তারা যেন আইনি পথে আসে—এটাই প্রধান শর্ত।”
মাত্তেও জানান, সেপ্টেম্বরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা নতুন সহযোগিতার নীতি প্রস্তাব নিয়ে এসেছি। অবৈধ অভিবাসন এবং মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে, প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশও চায় অভিবাসন যেন সুশৃঙ্খল ও নিরাপদ হয়। যারা অবৈধ পথে যাচ্ছে, তারা প্রতারণার শিকার। তাদের রক্ষা করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।” তিনি ইতালিতে বাংলাদেশিদের প্রতি ইতিবাচক মনোভাব ও আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে ইতালিতে কর্মী ভিসার জট দ্রুত নিরসনের বিষয়েও আলোচনা করা হয়।