38.7 C
Dhaka
Thursday, May 15, 2025

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি

advertisment
- Advertisement -spot_img

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ লক্ষ্যে সকাল থেকেই সমর্থকরা মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নগর ভবনের সামনে জড়ো হন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানান। তারা বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে, তাহলে তারা আর অপেক্ষা করবেন না—নিজেদের উদ্যোগেই ইশরাককে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন। এ সময় তারা ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন।

অন্যদিকে, কর্মসূচির কারণে সকালে নগর ভবনের সামনের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমিত আকারে যানবাহন চলাচল করছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ