দীর্ঘ ১৩ বছরের প্রেমের সফল পরিণতি হিসেবে বছরের শুরুতে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। ঢাকার বাইরে একটি রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর, যেখানে ছিল দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের বহু তারকার উপস্থিতি।
বিয়ের পর এবারই প্রথম ঈদ উদযাপন করেছেন রাজীব-মেহজাবীন দম্পতি। ঈদের পরের দিনগুলো কাটিয়েছেন রাজীবের বাড়িতে, যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা, খুনসুটি আর ভালোবাসায় ভরা মুহূর্তগুলো উঠে এসেছে রাজীবের ক্যামেরায়।
সবচেয়ে বেশি নজর কাড়ে রাজীবের তোলা একটি বিশেষ ছবি—যেখানে মেহজাবীন তার শ্বশুরের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশন দিয়েছেন রাজীব: ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া।
এই আয়োজনে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, যিনি সাদা শাড়িতে হাজির হয়েছিলেন স্বামীকে নিয়ে। খুনসুটি আর প্রাণবন্ত হাসির ছোঁয়ায় জমজমাট হয়ে ওঠে রাজীবের বাড়ির আঙিনা। নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী এলিটা করিমের উপস্থিতিও বাড়িয়ে দেয় আয়োজনের উজ্জ্বলতা।
৯০ দশকের ফিল্টার এফেক্টে ছবি এডিট করে রাজীব আবারও প্রমাণ করলেন, শুধু নির্মাণ নয়—চিত্রগ্রহণ ও উপস্থাপনাতেও তার মুন্সিয়ানা অনন্য।
নেটিজেনরা বলছেন, “এমন আন্তরিক মুহূর্তগুলোই তারকাদের আরও কাছের করে তোলে আমাদের কাছে।”