24 C
Dhaka
Thursday, January 15, 2026

বাংলাদেশে পাঠানোর জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান

advertisment
- Advertisement -spot_img

ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার উদ্দেশ্যে একটি দরপত্র জারি করেছে। সোমবার (২৪ নভেম্বর) দরপত্রটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

কয়েক দশকের অস্থির সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ–ঢাকা সম্পর্ক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।

জারি করা টিসিপির টেন্ডার অনুযায়ী, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।

দরপত্রে বলা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার উদ্দেশ্যে কোম্পানি, অংশীদারিত্ব প্রতিষ্ঠান এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, চাল অবশ্যই পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে। এতে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ বা পোকামাকড়ের আক্রমণ থাকা যাবে না—এবং তা মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।

বাংলাদেশ চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে।

গত মাসে চীনসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজতর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ