রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লেখা একটি গুরুত্বপূর্ণ চিঠি তুলে দিতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (১৬ এপ্রিল) ইরানের মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি জানান, “রাশিয়ায় আমার সফরের মূল উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট পুতিনের হাতে আয়াতুল্লাহ খামেনির বার্তাটি হস্তান্তর করা। এটি তার সঙ্গে সরাসরি সাক্ষাতের সময় তুলে দেওয়া হবে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি আগেই জানিয়েছিলেন, আরাঘচির রাশিয়া সফর পূর্বনির্ধারিত এবং এটি সপ্তাহের শেষ দিকে হবে। একই দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই সফরে আরাঘচির সঙ্গে বৈঠক করবেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, কেবল ল্যাভরভ নয়, আরও একাধিক রুশ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে ইরানি উপমন্ত্রীর।
উল্লেখ্য, ইরান-রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইসমাইল বাঘাই জানিয়েছেন, রুশ পার্লামেন্ট ‘স্টেট ডুমা’ চুক্তিটি ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। এখন এটি ইরানের আইন প্রণয়নের পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “এই চুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারে ছিল।”
বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠতা বাড়ানোর এই উদ্যোগ আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সফরের মাধ্যমে রাশিয়া-ইরান সম্পর্ক আরও জোরদার হবে বলেই ধারণা করা হচ্ছে।