26.1 C
Dhaka
Saturday, April 19, 2025

অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্পের প্রস্তাব, নিজ দেশে ফিরলে নগদ অর্থ ও বিমানের টিকিট

advertisment
- Advertisement -spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান— তাদের জন্য চালু হচ্ছে একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রত্যাবর্তনেচ্ছু অভিবাসীদের নগদ অর্থ সহায়তা ও একমুখী বিমান টিকিট দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ফক্স নোটিশিয়ালস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যারা নিজ ইচ্ছায় ফিরতে চায়, আমরা তাদের সাহায্য করব। কিছু অর্থ দেব, বিমান টিকিটের ব্যবস্থা করব। তারা যদি ভালো মানুষ হয়, এবং আমরা চাই তাদের ফের আনতে— তাহলে আমরা তাতে সহায়তা করব।”

ট্রাম্প আরও জানান, যারা অপরাধে জড়িত নন এবং স্বেচ্ছায় ফিরে যান, ভবিষ্যতে তাদের বৈধ পথে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগও রাখা হবে।

এর আগে, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির কারণে বহু অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো, এমনকি শিকল পরিয়ে পাঠানোর ঘটনাও ঘটেছে। কিছু অভিবাসীকে এল সালভাদরের কঠোর নিরাপত্তার কারাগারেও পাঠানো হয়।

তবে এবারে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে বলছেন— কড়াকড়ির বদলে উৎসাহের মাধ্যমে অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ