27 C
Dhaka
Monday, July 14, 2025

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

advertisment
- Advertisement -spot_img

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর শহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

নাহিদ বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শহর-গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি।”

ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠির উদ্দেশে রওনা হন, যেখানে এনসিপির পদযাত্রা কর্মসূচি অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ