বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি ভালো আর সব খারাপ’—এ ধরনের প্রচারণা আওয়ামী লীগ আমলে ১৬ বছর ধরে দেখা গেছে, এবং এখনো সেই প্রবণতা অব্যাহত রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ছাত্রদলের দেশের বিভিন্ন জেলার ৭৫টি ইউনিটের এক হাজারের বেশি নেতা অংশ নেন।
কারও নাম উল্লেখ না করেও জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন,
“আমি ভালো আর সব খারাপ—এটা আমরা ১৬ বছর ধরে দেখেছি। দুঃখজনকভাবে ৫ তারিখের পরেও মনে হচ্ছে সেই প্রবণতার পরিবর্তন হয়নি। এর পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,
“বহুদলীয় গণতন্ত্রে মানুষ ভিন্নমত প্রকাশ করবে, বক্তব্য রাখবে—এটা স্বাভাবিক। কিন্তু একজন ভালো আর বাকি সবাই খারাপ—এমন ধারণা কোনোভাবেই কাম্য নয়।”
তারেক রহমান বলেন, গণতন্ত্রের সুরক্ষার জন্য এমন ধারণা থেকে বের হয়ে আসা প্রয়োজন।
“একজন বিশেষ মানুষ ভালো, বাকি সবাই খারাপ—এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।”


