ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।
বুধবার (১৬ এপ্রিল) ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বৈঠকের তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক।
বৈঠকে আলোচনা হয়েছে:
- বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ
- অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ
- যুক্তরাজ্যের সমর্থনে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ার সম্ভাবনা
এ সময় সারাহ কুক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।