মাত্র ছয় মাসের রাজনৈতিক যাত্রায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনীতিতে পা রাখার পর থেকে নানা বিতর্ক, মামলা ও অভিযোগের মধ্য দিয়ে গেলেও তিনি মনে করেন, সিদ্ধান্তটি মোটেও ভুল ছিল না।
সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্টভাবে বলেন, “রাজনীতিতে আসাটা ভুল ছিল না। আবার নির্বাচন করলে জিতবই।”
কী বললেন সাকিব:
- রাজনীতিতে যোগ দেওয়া কোনো ভুল ছিল না। তিনি মনে করেন, যেকোনো নাগরিকের মতামত প্রকাশ ও নেতৃত্ব দেওয়ার অধিকার রয়েছে।
- নির্বাচনে পুনরায় অংশ নিলে তিনি জিতবেন বলেই বিশ্বাস করেন। কারণ মাগুরার মানুষ তাকে চায় এবং তার ওপর আস্থা রাখে।
- তিনি বলেন, “আমি যখন এসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। দুর্ভাগ্যবশত সেটা পুরোপুরি করতে পারিনি।”
সাকিব বলেন, “পরিবর্তন আনতে চাইলে সিস্টেমের ভেতর থেকেই আসতে হয়। বাইরে থেকে কিছু বদলানো সম্ভব নয়।”
এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, “ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী সবাই রাজনীতি করতে পারেন। এটা কারও একচেটিয়া জায়গা নয়।”
শেখ হাসিনার পরামর্শ প্রসঙ্গে:
সাকিব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাজনীতি না করে ক্রিকেটেই মনোযোগ দিতে বলেছিলেন, এবং তিনি সেটাই করেছিলেন।
তার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফির পর রাজনীতিতে সক্রিয় হওয়া।
তিনি স্বীকার করেন, নির্বাচনের পর মাত্র তিন দিন মাগুরায় ছিলেন, বাকি সময় ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়ে। তাই রাজনৈতিকভাবে পুরোপুরি সম্পৃক্ত হতে পারেননি।
শেষ কথা:
“মাগুরার মানুষ আমাকে বিশ্বাস করে। আজ নির্বাচনে দাঁড়ালেও আমিই জিতব।”— এমন আত্মবিশ্বাস নিয়েই ভবিষ্যতের রাজনীতি ভাবছেন সাকিব।
সুত্রা২৪