24.9 C
Dhaka
Saturday, April 19, 2025

ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট তারিখ না দিয়ে জানিয়েছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান।

ফখরুল বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি—আমাদের সময়সীমা ডিসেম্বর। এই সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন না হলে, দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে।”

হতাশ বিএনপি, দাবি স্পষ্ট রোডম্যাপের

বৈঠকের পর বিএনপি নেতাদের চোখেমুখে ছিল হতাশার ছাপ। ফখরুল বলেন, “আমরা যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, সেগুলো তুলে ধরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ।” তিনি জানান, চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সহযোগিতা করছে এবং এ বিষয়ে আগামীকাল আরেকটি বৈঠক রয়েছে।

পরবর্তী পদক্ষেপ আসছে

প্রধান উপদেষ্টা নির্দিষ্ট সময়সীমা না দেওয়ায় বিএনপির পরবর্তী অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা দলীয়ভাবে ও মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির শীর্ষ নেতারা, যেমন—জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। তবে প্রধান উপদেষ্টার অস্পষ্ট অবস্থানের ফলে এখন আরও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ