বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে তর্ক-বিতর্ক স্বাভাবিক, তবে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে স্বৈরাচার কিংবা দেশের স্বার্থবিরোধী শক্তি সুযোগ পেয়ে যায়। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,
“আমাদের অযাচিত বিতর্ক করে জনগণ ও দেশের স্বার্থ থেকে দূরে সরলে চলবে না। আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা।”
তিনি আরও বলেন,
“যদি আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি, তবে বাংলাদেশ যে খাদের কিনারে চলে গেছে, সেখান থেকে দেশকে উদ্ধার করতে পারব।”
তিনি উল্লেখ করেন,
“গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। লক্ষাধিক মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। তবু আমরা গণতন্ত্রের পথ থেকে সরে যাইনি।”
তারেক রহমান বলেন,
“আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু যদি অহেতুক বিতর্কে জড়িয়ে পড়ি, তাহলে দেশের প্রকৃত সমস্যাগুলো আড়ালে চলে যাবে।”
তিনি আরও বলেন,
“শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, কৃষি খাত এবং বাজার নিয়ন্ত্রণের দিকে নজর দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। নইলে দেশকে রক্ষা করা কঠিন হবে।”
স্বৈরাচারের পরিণতি ও ভবিষ্যৎ
তারেক রহমান বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘এই স্বৈরাচার সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়ে যাবে।’ আজ সেই কথা সত্য প্রমাণিত হয়েছে।”
তিনি বলেন,
“আমরা যদি দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে পারি, তাহলে সঠিক নেতৃত্ব দলকে শক্তিশালী করবে। একইভাবে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের প্রকৃত প্রতিনিধি তাদের স্বার্থরক্ষা করবে।”
সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন:
- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন
- খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত
- তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল
- গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম
সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।
সুত্রা২৪