26 C
Dhaka
Wednesday, May 7, 2025

আজহারুলের শুনানিতে জামায়াত নেতাদের উপস্থিতি, সরগরম আপিল বিভাগ

advertisment
- Advertisement -spot_img

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার কিছু পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আবেদনকারী পক্ষে শুনানি করছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অ্যাডভোকেট এস এম শাহজাহান।

শুনানিকে ঘিরে আপিল বিভাগ ছিল সরগরম। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি আদালতকক্ষে ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।

এ ছাড়া জামায়াতপন্থী শতাধিক আইনজীবীও শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান করেন, যার ফলে আদালতপাড়া এক ধরনের ব্যতিক্রম পরিবেশের সাক্ষী হয়।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সাত বিচারপতির একযোগে কোনো মামলার শুনানি অনুষ্ঠিত হলো।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ